শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক লিমিটেড বে-মেয়াদী বন্ড (Perpetual Bond) ইস্যুর অনুমোদন পেয়েছে। ব্যাংকটি এই বন্ড ছেড়ে বাজার থেকে ৪শ কোটি টাকা সংগ্রহ করবে।
আজ রবিবার (৫ জুলাই) অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৭৩০তম কমিশন সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
বন্ডটি অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে-এটি শেয়ারে রূপান্তর অযোগ্য (Non-Convertible) , সুদের হার ভাসমান (Floating Rate) এবং জামানতবিহীন (Unsecured)।
মূলত ব্যাসেল-৩ এর শর্ত পূরণে এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করছে ওয়ান ব্যাংক, যা তার অতিরিক্ত টিয়ার-১ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে।
এই বন্ডের লিড অ্যারেঞ্জারের দায়িত্বে আছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড। আর ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/