ওয়ান স্টপ চালুর পর সেবা পেয়েছেন ২৫ হাজার বিনিয়োগকারী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) চালু হওয়ার পর থেকে বিনিয়োগকারীদের প্রায় ২৫ হাজার সেবা অনলাইনের মাধ্যমে দেয়া সম্ভব হয়েছে। এর সঙ্গে আজ যুক্ত হচ্ছে আরো পাঁচটি প্রতিষ্ঠান। গতকাল সেবা প্রদানের লক্ষ্যে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য জানান সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম।

দেশী-বিদেশী ব্যাবসায়ী বিনোয়গকারীদের অনলাইনে নয়টি সেবা প্রদানের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন। বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলামের উপস্থিতিতে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে পাঁচটি সেবা প্রদানকারী সংস্থার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সংস্থাগুলো হলো দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই), ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই), ইস্টার্ন ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, আজ বিনিয়োগকারীদের সেবা প্রদানের লক্ষ্যে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে, এটি বাস্তবায়িত হলে বিনিয়োগকারীরা সহজেই আরো বেশি বিনিয়োগ সেবা পাবেন। এরই মধ্যে বিডা ৩০টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক করছে, তার মধ্যে ১৬টি প্রতিষ্ঠানের মোট ৫১টি সেবা আমরা ওএসএসের মাধ্যমে দিয়ে আসছি। এর সঙ্গে আজ যুক্ত হচ্ছে আরো পাঁচটি প্রতিষ্ঠান। ২০১৯ সালে ওএসএস চালু হওয়ার পর থেকে বিনিয়োগকারীদের প্রায় ২৫ হাজার সেবা অনলাইনের মাধ্যমে দেয়া সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, শুধু সরকারি নয়, বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দেয়ার জন্য আমরা বেসরকারি সংস্থার সেবা ও ওএসএস প্লাটফর্মে যুক্ত করেছি। ফলে বিনিয়োগকারীরা আরো বেশি বিনিয়োগ সেবা পাবেন। শুধু সমঝোতা স্বারক নয়, এটাকে দ্রুত বাস্তবায়ন করতে হবে। সেই সঙ্গে বিনিয়োগকারীদেরও ডিজিটাল টেকনোলজি ব্যাবহার করে বিনিয়োগ সেবা নেয়ার মানসিকতা থাকতে হবে। কারণ ডিজিটাল বিশ্বে ডিজিটাল সেবা আদান-প্রদানের কোনো বিকল্প নেই।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *