শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্তির অনুমোদন পাওয়া ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.১৭ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১১.১৪ টাকা।
আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫.৫৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২২.২৬ টাকা।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬৭.০১ টাকা। যা ২০২০ সালের ৩১ মার্চ ছিল ২২৬.৩৮ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/কেএ