স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
এসএমই প্ল্যাটফর্মের জন্য কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) অনুমোদন পেয়েছে ওয়েব কোষ্ট পিএলসি। শেয়ারবাজার থেকে কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ৫০ লাখ শেয়ার ছেড়ে ৫ কোটি টাকা উত্তোলন করবে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৯০তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও অনুমোদন দেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোম্পানির পুঁজি উত্তোলন করে কারখানার মেশিন ও যন্ত্রপাতি ক্রয়, মূলধন বৃদ্ধি, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫০ টাকা এবং পুনঃমূল্যায়ন সঞ্চিতি ছাড়া নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৯২ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম////