স্টকমার্কেট ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবারের লেনদেনের দুই ঘণ্টার মধ্যে বিক্রেতা ছিল না।
বিশ্লেষকদের মতে, যেকোন নতুন শেয়ার বাজারে আসলেই লাফিয়ে লাফিয়ে দর বাড়তে থাকে। তাই এ ধরনের শেয়ার বিনিয়োগকারীরা বেশি দরের আসায় এখনই বিক্রি করতে চাচ্ছেন না। এতে বিক্রেতা উধাও হয়ে যাচ্ছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আ বেলা সাড়ে ১২টা পর্যন্ত ওয়েস্টার্ন মেরিনের স্ক্রীনে সর্বশেষ ৮০১টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্ডেট হওয়ার আগে সর্বশেষ লেনদেনটি হয় ৫২ টাকা ৫০ পয়সায়। গত বৃহস্পতিবার এই শেয়ারের সমাপনী দর ছিল ৪৭ টাকা ৪০ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর