কক্সবাজারে আটকা পড়েছেন বিশ হাজার পর্যটক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পর্যটন শহর কক্সবাজারে হঠাৎ করে গণপরিবহণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বেড়াতে এসে প্রায় বিশ হাজার পর্যটক আটকা পড়েছেন। এসকল পর্যটক এখনও নিজ গন্তব্যে ফিরে যেতে পারেননি।

আটকে পড়া পর্যটকরা ছোট যানবাহনে অন্য সময়ের চেয়ে ভাড়া দুই গুণ বেশি হওয়ায় কক্সবাজার ত্যাগ করতে পারছেন না। তবে অনেকে অতিরিক্ত ভাড়ায় উড়োজাহাজে কক্সবাজার ত্যাগ করেছেন।

সপ্তাহিক ছুটির দিন হিসেবে বৃহস্পতি-শুক্র ও শনিবার হাতে রেখে কক্সবাজার আসেন লাখো পর্যটক। অনেকে পূর্বের নির্ধারিত সময়ানুসারে কক্সবাজার এসেছেন বৃহস্পতিবার। আর শুক্রবার ভোরেও পৌঁছান অনেকে। যারা শুক্রবার ফিরে যাওয়ার অপেক্ষায় ছিলেন তারা এসেছিলেন আরও কয়েকদিন আগে। এ ধরনের পর্যটক বিশ হাজার হবে বলে হোটেল সংশ্লিষ্টরা জানান।

কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউজ মালিক সমিতির সেক্রেটারি আবুল কাশেম সিকদার জানিয়েছেন, প্রায় ৩০ হাজার পর্যটক পূর্ব থেকে হোটেল রুম বুকিং দিয়েও যানবাহন চলাচল বন্ধ থাকায় কক্সবাজারে ভ্রমণে আসতে পারেননি ।

তিনি জানান, হঠাৎ দূরপাল্লার বাস বন্ধ হওয়াতে পর্যটকরা চরম বেকাদায় পড়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *