কর জটিলতা ও হয়রানি থেকে মুক্তির দাবি এফবিসিসিআইয়ের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের বাজার এখন আর দেশের ১৭ কোটি মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়; ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য ও মিয়ানমারকে বিবেচনার মধ্যে নিলে এই বাজারের আকার ২০ কোটি ছাড়িয়ে যায়। বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম শীর্ষ বাজার, ২০৩০ সালের মধ্যে ২৩তম শীর্ষ বাজার হবে।

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম আজ এসব কথা বলেছেন। তাঁর অভিযোগ, কিছু কিছু খাতে ব্যবসা করতে গিয়ে অনেক সমস্যা মোকাবিলা করতে হয়। বিশেষ করে আইনকানুনের জটিলতা, বন্দরের সমস্যা—এসব কারণে আমাদের ভুগতে হচ্ছে। এ পরিস্থিতিতে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে হলে ক্ষুদ্র, মাঝারি থেকে শুরু করে বৃহৎ সব খাতে মূসক ও শুল্কের জটিলতা দূর করতে হবে। ব্যবসায়ীদের হয়রানি থেকে মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত বাধা ও সম্ভাব্য সমাধান শীর্ষক সেমিনারে মাহবুবুল আলম এসব কথা বলেন।

এফবিসিসিআই সভাপতি আরও বলেন, নানাবিধ জটিলতার কারণে বাংলাদেশ যেমন সহজে ব্যবসার সূচকে পিছিয়ে যাচ্ছে, তেমনি ব্যবসার খরচও বেড়ে যাচ্ছে এখানে। এ পরিস্থিতিতে অটোমেশনের বিকল্প নেই, শুল্ক বিভাগ থেকে শুরু করে রাজস্ব বিভাগ, সবখানেই এটা করা যায়। সরকারের বিভিন্ন সংস্থা ব্যবসা সহজীকরণে কাজ করছে; ব্যবসায়ীরা এ ক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত।

মাহবুবুল আলম বলেন, বিডার মতো যেসব প্রতিষ্ঠান ব্যবসা সহজীকরণে কাজ করছে, তারা অনেক ক্ষেত্রে ক্ষমতাহীন। আবার বিডার সব সেবা সহজে পাওয়া গেলেও অন্যখানে বিলম্ব হয়। এখানেই বাংলাদেশ পিছিয়ে পড়ে। এক দরজায় সেবা দেওয়ার পরিধি বৃদ্ধি করা গেলে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) প্রবাহ বাড়বে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। আরও বক্তব্য দেন ঢাকায় জার্মান দূতাবাসের উপপ্রধান জায়ান জানোভস্কি।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *