বস্ত্র খাতের কোম্পানি কাট্টালি টেক্সটাইল লিমিটেডকে ৩৪ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৪৮তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিএসইসির নির্বাহি পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজার থেকে উত্তোলিত টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নিমার্ণ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে।
উল্লেখ্য, কাট্টালি টেক্সটাইল লিমিটেডের ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২০.৪৮ টাকা। এ সময়ের কোম্পানিটির ইপিএস হয়েছে ১.৯৪ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি