স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিক্যালস ডিভাইস ইন্ডাস্ট্রিজ কারখানার জন্য নতুন মেশিন ক্রয় করবে। ইতিমধ্যে এসব মেশিন ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি সূত্রে জানা যায়, কারখানায় ০.৫ এমএল অটো ডিজাবল সিরিঞ্জের উৎপাদন বাড়ানোর জন্য কয়েকটি মেশিন কিনবে কোম্পানিটি। এজন্য কোম্পানিটির বিনিয়োগ হবে ৬ লাখ ১৪ হাজার ৯৮৪ মার্কিন ডলার।
কারখানার কার্যক্ষমতা বাড়াতে ও ক্রেতাদের চাহিদার জন্য এসব মেশিন কিনবে কোম্পানিটি। এসব মেশিন সংযোগ হলে কারখানার উৎপাদন ক্ষমতা প্রতি বছর ৩৩ শতাংশ বৃদ্ধি পাবে।
এসব মেশিন কিনতে নিজস্ব তহবিল থেকে অর্থ বিনিয়োগ করবে কোম্পানিটির মালিক পক্ষ।
স্টকমার্কেটবিডি.কম/