কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের নিশ্চিতের দাবি ব্যবসায়ীদের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্থানীয় শিল্পের সুরক্ষায় শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিল্পমালিক ও ব্যবসায়ীরা। এ ছাড়া ব্যাংক থেকে কম সুদে ঋণ পাওয়ার ব্যবস্থা করারও দাবি জানান তাঁরা।

সোমবার ‘স্থানীয় শিল্পের সুরক্ষা ও উন্নয়ন’ বিষয়ে এফবিসিসিআইয়ের স্ট্যান্ডিং কমিটির সভায় ব্যবসায়ীরা এ দাবি জানান। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল মাধ্যমে সভায় অংশ নেন। এতে আরও বক্তব্য দেন এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মো. আমিন হেলালী; পরিচালক আজিজুল হক, হাজী হারুন অর রশীদ, হাজী মো. আবুল হাশেম প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের স্থানীয় শিল্পের সুরক্ষা ও উন্নয়নবিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি মো. নিজাম উদ্দিন ভুঁইয়া।

স্ট্যান্ডিং কমিটির সভায় ব্যবসায়ীরা বলেন, সম্ভাবনাময় খাত হওয়া সত্ত্বেও স্থানীয় শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত হচ্ছে না। এ কারণে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা। নিরবচ্ছিন্ন জ্বালানির অভাবে উৎপাদন খরচ বাড়ছে। এতে পণ্যের মূল্যও বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে অনেক শিল্পকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে স্থানীয় শিল্পোদ্যোক্তারা নতুন বিনিয়োগে নিরুৎসাহিত হচ্ছেন।

প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, এবারের বাজেটে স্থানীয় শিল্পের সুরক্ষায় কিছু নীতিমালা নেওয়া হয়েছে, এটি ইতিবাচক। তবে দেশের ব্যাংকগুলো থেকে শিল্প খাতের জন্য আরও বেশি সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি এসব শিল্পে দক্ষ জনবল গড়ে তোলায়ও জোর দিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *