কাসেম ড্রাইসেলের সর্বোচ্চ দর : তদন্ত করবে বিএসইসি

bsecনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি কাসেম ড্রাইসেলের দর গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। এ সময়ে শেয়ারটির দর ৮০ টাকার উপরে না উঠলেও গত কয়েকমাস ধরে তা ১১০-১৩০ টাকায় লেনদেন হচ্ছে। কোম্পানির এই দর বৃদ্ধির বিষয়টি তদন্ত করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

তথ্য, গত ২০১৪ সালের জানুয়ারিতে এই শেয়ার ৮০ টাকায় লেনদেন হয়। যা আগে কখনো এত বৃদ্ধি পায়নি। কিন্ন্ত গত বছর অক্টোবর মাস থেকে শেয়ারের দর অস্বাভাবিকভাবে বৃদ্দি পায়।

গত ডিসেম্বর মাসে কোম্পানির শেয়ার সর্বোচ্চ ১৩১.৭০ টাকায় লেনদেন হয়। যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ দর। মূলত নভেম্বর মাস থেকে শেয়ার দর ১০০ টাকার উপরে লেনদেন হয়।

কোম্পানির দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে একাধিকবার নোটিস দেয় দুই স্টক এক্সচেঞ্জ। সে সময় কোম্পানির পক্ষ থেকে দর বাড়ার কোনো ধরণের কারণ নেই বলে জানানো হয়।

সম্প্রতি কাসেম ড্রাইসেলের শেয়ার দর বাড়ার কারণ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। গতকালে কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় প্রতিষ্ঠানটি।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *