শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো যেখানে সেখানে অর্থ্যাৎ ইচ্ছামতো স্থানে বার্ষিক সাধারণ সভা(এজিএম) করতে পারবে না। কোম্পানির নিবন্ধন যে এলাকায় হয়েছে সেখানে এজিএম করতে হবে।
বৃহস্পতিবার শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ২সিসি ধারা অনুযায়ী বিএসইসি এ নির্দেশনা জারি করেছে। বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য এ নির্দেশনা কার্যকর হবে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএসইসির নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর এজিএম শহরের মধ্যে অথবা স্থানীয় এলাকায় যেখানে কোম্পানির নিবন্ধন নেওয়া হয়েছে সেখানে আয়োজন করতে হবে।
তবে কোম্পানির বিশেষ প্রয়োজনে ভিন্ন স্থানে এজিএম করতে হলে বিএসইসির কাছে আবেদন করতে হবে। বিএসইসির অনুমোদন সাপেক্ষে কোনো কোম্পানি রেজিষ্ট্রার্ড (নিবন্ধিত) এলাকার বাইরে এজিএম করতে পারবে।
স্টকমার্কেটবিডি.কম/এম/এআর