খুলছে পোশাক কারখানা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খুলছে পোশাক কারখানা, কারফিউতে শ্রমিকদের চলাচলে বাধা নেই
চলমান পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আজ থেকে চালু হতে যাচ্ছে গার্মেন্টস কারখানা গুলোর উৎপাদন কার্যক্রম। মঙ্গলবার (২৩ জুলাই) রাতে কারখানা খুলে দেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে জরুরি বৈঠক শেষে বিজিএমইএ নেতৃবৃন্দ এ সিদ্ধান্তের কথা জানান।

বিজিএমইএ জানায় কারফিউতে চলাচলের ক্ষেত্রে শ্রমিকদের যার যার প্রাতিষ্ঠানিক পরিচয় পত্র ‘কারফিউ পাস’ হিসেবে গণ্য হবে।

বিজিএমইএ আরও জানায়, ঢাকা ও এর আশপাশের সব কারখানার নিরাপত্তা নিশ্চিতে শিল্পপুলিশের বিশেষ ইউনিটসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করবেন।

বিদ্যমান কারফিউ পরিস্থিতিতে শ্রমিকদের চলাচলের জন্য তাদের কারখানার আইডি কার্ড পাস হিসেবে বিবেচিত হবে। স্বাভাবিক সময়ের মতোই চলবে কারখানা।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *