গৃহায়ণ ও অর্থায়ন মেলা- ২০১৭ শুরু ১৯ অক্টোবর

BIFCনিজস্ব প্রতিবেদক :

আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে গৃহায়ণ ও অর্থায়ন মেলা- ২০১৭। তিন দিনব্যাপী এ মেলা চলবে ২১ অক্টোবর পর্যন্ত। বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্তী।

তিনি জানান, রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিতব্য এ মেলায় দেশি-বিদেশি ৮২টি স্টল বরাদ্দ দেওয়া হবে। এখানে গৃহনির্মাণে আধুনিক প্রযুক্তিসম্পন্ন বিদেশি কোম্পানিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এ মেলা আয়োজনে সার্বিক সহায়তা করবে।

এ সময় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ অক্টোবর প্রথমদিন এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *