স্টকমার্কেটবিডি প্রতিবেদক:
ঘূর্ণিঝড় রিমালের কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে বন্ধ থাকার পর ফের চালু হয়েছে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের অপারেশনাল কার্যক্রম। সোমবার ভোরে শুরু হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের কার্যক্রম এবং দুপুর থেকে শুরু হয় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ‘আবহাওয়া অধিদপ্তর মহাবিপদ সংকেত প্রত্যাহার করলে দুপুর থেকে শুরু হয় বন্দরের কার্যক্রম। বিকেল পর্যন্ত জেটি কেন্দ্রীয় সীমাবদ্ধ ছিল কার্যক্রম। বর্হিনোঙরের আবহাওয়া খারাপ থাকায় বড় জাহাজগুলো জেটিতে আসতে পারেনি। আশা করা হচ্ছে রাতের মধ্যেই পুরোদমে স্বাভাবিক হবে বন্দরের সার্বিক কার্যক্রম।’
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের মুখপাত্র ইব্রাহিম খলিল বলেন, ‘সোমবার ভোর ৫টা থেকে স্বাভাবিক হয় শাহ আমানত বিমান বন্দরের কার্যক্রম। এরপর থেকে সিডিউল অনুযায়ী সকল বিমান ওঠানামা করছে।’
স্টকমার্কেটবিডি.কম///