চার মাসে শেয়ারবাজারে নতুন বিনিয়োগকারী ১২ হাজার ৪৫১ জন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অন্তর্বর্তী সরকারের প্রায় চার মাসে দেশের শেয়ারবাজারে ১২ হাজার ৪৫১ নতুন বিনিয়োগকারী এসেছেন। তবে এ সময়ে ৩৩৭ জন প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারী কমেছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই সিডিবিএলের তথ্য অনুযায়ী, ১৫ ডিসেম্বর শেষে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৮১ হাজার ৩৪৬টিতে।

আর অন্তর্বর্তী সরকার যেদিন দেশ চালানোর দায়িত্ব নেয়, সেদিন বিও হিসাবের সংখ্যা ছিল ১৬ লাখ ৬৮ হাজার ৮৯৫টি। এতে দেখা যায়, গত প্রায় সাড়ে তিন মাসে শেয়ারবাজারে বিনিয়োগকারী বেড়েছে ১২ হাজার ৪৫১ জন। চলতি বছরের শুরুতে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৭ লাখ ৭৩ হাজার ৫৫১টি। আর বর্তমানে বিও হিসাব আছে ১৬ লাখ ৮১ হাজার ৩৪৬টি।

এদিকে বর্তমানে শেয়ারবাজারে যে বিনিয়োগকারীরা আছেন, তাদের মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের নামে বিও হিসাব রয়েছে ১২ লাখ ৬০ হাজার ২৮৮টি। আওয়ামী লীগ সরকার পতনের সময় এই সংখ্যা ছিল ১২ লাখ ৪৮ হাজার ৪৩৪টি। অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পর পুরুষ বিনিয়োগকারীদের হিসাব বেড়েছে ১১ হাজার ৮৫৪টি।

অন্যদিকে বর্তমানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে চার লাখ তিন হাজার ৫৯২টি। আওয়ামী লীগ সরকার পতনের সময় এই সংখ্যা ছিল চার লাখ দুই হাজার ৪৭২টি।

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *