চিটাগাং সিমেন্টের মামলার জবানবন্দী

tribunal-picনিজস্ব প্রতিবেদক :

চিটাগাং সিমেন্টের শেয়ার কেলেঙ্কারি মামলার পরবর্তী জবানবন্দী চলছে। মঙ্গলবার বেলা আড়াইটা থেকে এই জবানবন্দী শুরু হয়েছে।

মামলাটির সময় বাড়ানো আবেদন জানান বাদীপক্ষের (বিএসইসি) আইনজীবী রেজাউল করিম। আবেদনের পরিপ্রেক্ষিতে শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হুমায়ুন কবির এ মামলার জবানবন্দী গ্রহণের জন্য দিন পিছিয়ে  আজ ১ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

গত রবিবার আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের ১৯৯৬ সালে শেয়ারবাজার কেরেঙ্কারির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সদস্যকে (সাক্ষী) জেরা করার কথা ছিল। কিন্তু এদিন আসামিপক্ষের আইনজীবীসহ কোনো আসামিই আদালতে উপস্থিত হননি। অপরদিকে এ মামলার কার্যক্রম পরিচালনায় আরও সময় চেয়ে আবেদন করায় বাদীপক্ষের কেউ আদালতে উপস্থিত ছিলেন না।

গত ১৬ আগস্ট মামলার বাদী এম এ রশীদ খানকে জেরা করেছিলেন আসামিপক্ষের আইনজীবী। আর ১৭ আগস্ট তদন্ত কমিটির প্রধান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আমিরুল ইসলাম চৌধুরীকে জেরা করা হয়। ওই দিনই এ মামলার প্রথম জেরা ও জবানবন্দী গ্রহণ শুরু করেন ট্রাইব্যুনাল।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *