স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশে কঠোর বিধিনিষেধের শেষ দিন আজ। কোভিড-১৯ উদ্ভুত পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ব্যাংকিং ও পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখতে ক্লিয়ারিং হাউজে লেনদেনে আন্তঃব্যাংকের চেক নিষ্পত্তির নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনাটি সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের (বিএসিএইচ) মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) ক্লিয়ারিংয়ের জন্য বেলা ১২ টার মধ্যে পাঠাতে হবে এবং এ চেক বিকাল ৩ টার মধ্যে নিষ্পত্তি হবে।
রেগুলার ভ্যালু চেকের (৫ লাখ টাকার কম) ক্লিয়ারিংয়ের জন্য বেলা সাড়ে ১২ টার মধ্যে পাঠাতে হবে এবং এসব বিকাল ৫ টার মধ্যে নিষ্পত্তি হবে।
স্টকমার্কেটবিডি.কম/আহমেদ