দেশের তফসিলি ব্যাংকের সকল শাখায় ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণে পুনরায় তাগিদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ছেঁড়া-ফাটা নোট নেওয়ার নোটিশ সব ব্যাংকে টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জুন) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) শাখা থেকে এমন নির্দেশনা জারি করা হয়েছে।
ডিসিএম শাখার পরিচালকের স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, ২০১৩ সালে এসংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছিল।
নির্দেশনায় আরো বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকের প্রত্যেক শাখায় আবশ্যিকভাবে কাউন্টারের সামনে বা জনসাধারণ সহজে দেখতে পায়, এমন স্থানে ২০ ফন্টে রঙিন কালিতে লিখিত নোটিশ অবিলম্বে স্থাপন করতে হবে।
স্টকমার্কেটবিডি.কম///