শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান জিএসপি ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড গত কয়েক দিন ধরে টানা শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে প্রতিষ্ঠানটি।
তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত ৬ কার্যদিবস জিএসপি ফাইন্যান্সের শেয়ারের দর বেড়েছে।
গত ৮ সেপ্টেম্বর জিএসপি ফাইন্যান্সের শেয়ার দর ছিল ১৩.৮ টাকা। যা ৬ কার্যদিবসে ৪.৫ টাকা বা ৩৩ শতাংশ বেড়ে দাড়িয়েছে ১৮.৩ টাকায়। শনিবারের লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার এ দরে অবস্থান করছে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ