শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেডের উদ্যোক্তারা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। চার পরিচালক মোট ৬৬ লাখ ১১ হাজার ৪০০ শেয়ার হস্তান্তর করবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জিপিএইচ ইস্পাতের উদ্যোক্তা পরিচালক আলমগীর কবির ৭ লাখ ৬০ হাজার শেয়ার হস্তান্তর করবেন তার ছেলে সোলায়মান কবিরের কাছে। এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৭৭ লাখ ৬১ হাজার ৬০০টি শেয়ার রয়েছে।
মো. ইকবাল হোসেন নামে আরেক পরিচালক ৫ লাখ ৪০ হাজার ৪০০ শেয়ার তার ভাই জাহিদুল ইসলামের কাছে হস্তান্তর করবেন।এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ১৯ লাখ ৪০ হাজার ৪০০টি শেয়ার রয়েছে।
পরিচালক আলমাস শিমুল ৩৯ লাখ ৬০ হাজার শেয়ার তার স্ত্রী ফারজানা শারমিন মুক্তার কাছে হস্তান্তর করবেন।এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ১ কোটি ৭৪ লাখ ৬৩ হাজার ৬০০টি শেয়ার রয়েছে।
সালাউদ্দিন রোমান নামে আরেক পরিচালক ১৩ লাখ ৫১ হাজার শেয়ার তার ভাই জাহিদুল ইসলামের কাছে হস্তান্তর করবেন।এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ৪৮ লাখ ৫১ হাজার টি শেয়ার রয়েছে।
এই পরিচালকরা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমতিতে শেয়ার হস্তান্তর করতে পারবেন
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর