জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে হাইতিতে সহিংস বিক্ষোভ হয়েছে।এই পরিপ্রেক্ষিতে দেশটির প্রধানমন্ত্রী জ্যাক গাই লাফনট্যান্ট পদত্যাগে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।
শনিবার হাইতির পার্লামেন্টে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী জ্যাক গাই জানান, রাষ্ট্রপতি জোভেনেল মইসি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
সম্প্রতি হাইতিতে জ্বালানিতে ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। এরপরেই দেশটিতে বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভের সময় অন্তত ৪ জন নিহত হয়। বেশকিছু দোকান ও ভবন ভাঙচুর ও লুট করা হয়।
ওই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী লাফনট্যান্টের বিরুদ্ধে কংগ্রেসে অনাস্থা প্রস্তাব আনার দাবি উঠে। সূত্র: বিবিসি
স্টকমার্কেটবিডি.কম/বি