জয়দেবপুর-কমলাপুরের বিশেষ ট্রেন চলা শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের দুর্ভোগ কমাতে জয়দেবপুর জংশন থেকে কমলাপুর পর্যন্ত বিশেষ ট্রেন চালু হয়েছে।

রবিবার (২০) সকাল ৭টা ১৫ মিনিটে জয়দেবপুর জংশন থেকে কমলাপুরের উদ্দেশ‌্যে ছেড়ে যায় তুরাগ এক্সপ্রেস। এরপর ৮টায় ছেড়ে যায় টাঙ্গাইল কমিউটার ট্রেন।

জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম রাইজিংবিডিকে এই তথ‌্য নিশ্চিত করেছেন।

এদিকে, স্পেশাল ট্রেন চলায় স্বস্তিতে আছেন নগরবাসী। শিমুলতলী এলাকার ফজলে রাব্বি বলেন, ‘যানজটের কারণে অসুবিধায় আছি। প্রতিদিন ঢাকার আহমেদবাগ যেতে হয়। স্পেশাল ট্রেন চলা শুরু হওয়া আমার জন্য খুশির সংবাদ।’

জয়দেবপুরের স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম জানান, গাজীপুর-২ আসনের সাংসদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের নির্দেশ অনুযায়ী সকালে তুরাগ এক্সপ্রেস ও টাঙ্গাইল কমিউটার ছেড়ে গেছে। বিকেলে কালিয়াকৈর কমিউটার চলবে। এছাড়াও সাধারণ দিনে যে সব ট্রেন চলাচল করতো সেগুলো চলাচল করছে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *