ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আইটি বিভাগে প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে মো. জিয়াউল করিম যোগদান করেছেন। এর আগে তিনি বিভিন্ন কোম্পানিতে সংশ্লিষ্ট দায়িত্ব পালন করেন।
ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিয়াউল করিমের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং এবং টেলিকমিউনিকেশন বিষয়ে বিশদ জ্ঞান ও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডিএসইতে যোগদানের পূর্বে তিনি ফাইবার হোম লিমিটেডের দায়িত্ব পালন করেন।
তিনি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেনীতে প্রথম স্থান অধিকার করে বিএসসি সম্পন্ন করেন।
জিয়াউল করিম ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সিগন্যাল কোরে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি প্রায় ২৪ বছর দক্ষতা ও সাফল্যের সাথে সেনাবাহিনীর বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে