ডিএসইতে অটোমেশন পদ্ধতিতে লেনদেন

dse1নিজস্ব প্রতিবেদক :

নতুন প্রজন্মের অটোমেশন পদ্ধতিতে চালু করছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফলে ১৬ বছরের পুরনো লেনদেন পদ্ধতি বদলে যাচ্ছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ সকাল সাড়ে ৯টায় নতুন পদ্ধতির উদ্বোধন করা হবে।

ইকুইটি ছাড়াও ইটিএফ, বন্ড, কমোডিটিসহ বিভিন্ন প্রডাক্টের জন্য আলাদা লেনদেনের সুবিধা দেবে নতুন সফটওয়্যারটি।

প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা সংবলিত নতুন লেনদেন ব্যবস্থা চালুর ফলে মার্কেট লট প্রথা উঠে যাচ্ছে। অডলটের ভোগান্তি থেকে রেহাই পাবেন বিনিয়োগকারীরা। এছাড়া আগামী বছরের এপ্রিল থেকে সেলফোন ও আইপ্যাডের মাধ্যমে এ সিস্টেমে লেনদেন করতে পারবেন বিনিয়োগকারীরা।

নতুন লেনদেন ব্যবস্থায় ব্রোকার সাইডে কোনো সার্ভার আবশ্যক নয়। বর্তমানে এক্সচেঞ্জ অ্যাপ্লিকেশন বহন করছে। এ সফটওয়্যারের বিভিন্ন প্রডাক্টের জন্য আলাদা লেনদেন ব্যবস্থার পাশাপাশি উন্নত মানের রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে। নতুন এ পদ্ধতিতে কোনো শর্টসেল হবে না।

কোনো শেয়ারের ক্রয়াদেশ অথবা বিক্রয়াদেশ কম কিংবা বেশি রয়েছে কিনা, তা খুব সহজেই বোঝা যাবে। এছাড়া সূচক, লেনদেনসহ বিভিন্ন চিত্র রিয়েল টাইমে দেখা যাবে। আগের ব্যবস্থায় লেনদেন চলাকালে প্রতি ৫ মিনিটে তা পরিবর্তন হতো।

ডিএসইতে ১৯৯৮ সালে প্রথম অটোমেটেড ট্রেডিং পদ্ধতি চালু হয়। লেনদেন ব্যবস্থায় আধুনিকায়নের অংশ হিসেবে চলতি বছরের ২১ মার্চ অটোমেটেড ট্রেডিং প্লাটফর্ম চালুর জন্য নাসডাক ওএমএক্স ও ফ্লেক্সট্রেড সিস্টেমসের সঙ্গে চুক্তি সই করে ডিএসই।

চুক্তির নয় মাসের মধ্যে আধুনিক প্রযুক্তির অটোমেটেড ট্রেডিং প্লাটফর্ম চালু করছে ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *