দেশের প্রধান শেয়ারমার্কেট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আজ বুধবার প্রধান সূচক বাদে অন্যান্য সূচকের পতন। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ ঘটিকার সময় অনুযায়ী ২৪৫ কোটি টাকার শেয়ার ।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বেলা ১ টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৪টি কোম্পানির। আর দর কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির।
বিশ্লেশনে দেখা যায়, ডিএসইএক্স সূচক .৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৮০২ পয়েন্ট। ডিএসইএস .১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৮০ পয়েন্ট। আর ডিএস৩০ সূচক দশমিক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৩৬ পয়েন্ট।
স্টকমার্কেটবিডি.কম/বিএ