ডিএসইতে নতুন সিএফও’য়ের যোগদান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে সাত্বিক আহমেদ শাহ যোগদান করেছেন।

বৃহস্পতিবার (৩০ জুন) এই নতুন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) যোগদান করেন।

দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাত্বিক আহমেদ শাহ দেশের বিভিন্ন স্বনামধন্য ও নেতৃত্ব স্থানীয় প্রতিষ্ঠানের দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে যোগদানের পূর্বে তিনি একুশে টিভি (এস. আলম গ্রুপ) এর অতিরিক্ত প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে কর্মরত ছিলেন।

কনকর্ড গ্রুপ অব কোম্পানিজ এর হেড অব গ্রুপ অডিট এবং ইন্টারনাল কন্ট্রোল এর মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জেমকন গ্রুপ, বেঙ্গল গ্রুপ, অপসোনিন ফার্মা, স্কয়ার টেক্সটাইল (স্কয়ার গ্রুপ)-এ বিশেষ দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি স্কয়ার টেক্সটাইল লিমিটেড-এ ফাইন্যান্স এন্ড একাউন্টস ডিপার্টমেন্টে নির্বাহী হিসেবে ২০০১ সালে তার কর্মজীবন শুরু করেন।

সাত্বিক আহমেদ শাহ এমবিএ (ফাইন্যান্স), চার্টার্ড একাউটেন্সি (সিসি), এম.কম এবং বি.কম (একাউন্টিং) এবং IRCA-UK-ISO Lead Auditor on QMS-9001-2008 থেকে লিড অডিটর আইএসও এবং ISACA-USA থেকে Certified Information System Auditor (CISA) এবং ফাইন্যান্স ও অডিট সার্ভিসেস সেক্টরে বিশেষজ্ঞ প্রফেশনাল কোর্স অত্যন্ত কৃতিত্বের সাথে সম্পন্ন করেন।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *