গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৩ পয়েন্ট বা ১ দশমিক ৬৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও কমে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৫৮ পয়েন্ট। যা আগের সপ্তাহে ছিল ১৭ দশমিক ৮৮ পয়েন্ট।
পিই রেশিও ১৫ এর নিচে থাকাকে নিরাপদ বিবেচনা করা হয়। বিনিয়োগের ক্ষেত্রে পিই রেশিও একটি গুরুত্বপূর্ন বিষয়। কারণ কোম্পানির শেয়ার দর কমা বা আয় বাড়লেই পিই কমে। তবে গত সপ্তাহে পিই কিছুটা কমলেও বাজারে বিনিয়োগের পরিবেশ রয়েছে বলেন মনে করছেন বাজার বিশ্লেষকরা।
স্টকমার্কেটবিডি.কম/এএআর/এলকে