বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের ওপর আলোচনা ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এছাড়াও মুজিব বর্ষের ক্ষণগণনা উদযাপন উদ্বোধন করবে প্রতিষ্ঠানটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে ডিএসইর ভবনে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম এই ক্ষণগণনা উদযাপন উদ্বোধন করবেন। ক্ষণগণনা উদযাপন উদ্বোধন করার পর সন্ধ্যা পর্যন্ত শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের ওপর আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।
আবুল হাশেম ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডিএসইর পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, মো রকিবুর রহমান প্রমুখ।
স্টকমার্কেটবিডি.কম/আর/জেড