তথ্য-প্রযুক্তির অগ্রগতিতে ব্রোকারেজ হাউসে না গিয়েই শেয়ারবাজারে স্মার্টফোন অ্যাপসের মাধ্যমে শেয়ার লেনদেনে ফি ধার্য করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী বছরের প্রথম দিন থেকে অ্যাপস ব্যবহারে ১৫০ টাকা ফি দিতে হবে বিনিয়োগকারীকে।
গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ফি নির্ধারণসংক্রান্ত একটা বার্তা দেওয়া হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই জানায়, আগামী ১ জানুয়ারি থেকে ‘ডিএসই মোবাইল অ্যাপস’ ব্যবহারকারীদের প্রতি মাসে ১৫০ টাকা করে ফি দিতে হবে। এ জন্য সব ট্রেকহোল্ডারদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও বলা হয়েছে।
গত ২০১৬ সালের ৯ মার্চ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেনের নতুন মাত্রা যুক্ত করে। এখন পর্যন্ত এই অ্যাপস ব্যবহারকারীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/বি/জেড