ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৮.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৫৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৬.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২২৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১০৫৭ কোটি ৭৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১১৫৯ কোটি ৬০ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৩টির, আর দর অপরিবর্তিত আছে ১০২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, লাফার্জ হোলসিম বিডি, মালেক স্পিনিং মিলস, ওরিয়ন ইনফিউশন, মুন্নু ফেব্রিকস, কাসেম ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ারটেক, ইষ্টার্ণ হাউজিং ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২০.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩৯০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১১১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৬১ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছিল ১৮ কোটি ২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল ও স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *