ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৮১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৫৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯০৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৩ কোটি ৩৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৩৫ কোটি ১৮ লাথ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪৮টির আর অপরিবর্তিত আছে ৬০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিএসসি, স্কয়ার ফার্মা, এনআরবি ব্যাংক, জেনেক্স ইনফোসিস, আইসিবি, গোল্ডেন সন, ফাইন ফুডস, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ফার্মা ও ড্রাগন সোয়েটার।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ৪২.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৩৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ১০৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৬৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৩ কোটি ৮৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে জিপিএইচ ইস্পাত ও ইউসিবি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *