স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়
সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৫৩২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১২৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬২৩ কোটি ৪ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬২২ কোটি ৪৪ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৩টির। আর দর অপরিবর্তিত আছে ১২২টির।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, লংকা বাংলা ফাইন্যান্স, রবি আজিয়াটা, জেবিবি পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, লাফার্জ হোলসিম বিডি, আইএফ আইসি ব্যাংক লিমিটেড, সামিট পাওয়ার, বেক্সিমকো ফার্মা ও স্কয়ার ফার্মা লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৭.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৫৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৭৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৪টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৮৭ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ২৯ কোটি ৪২ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও লূব-রেফ বিডি লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/