ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় ধরণের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৬.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭০২০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২০.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ২৬৫৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৮২ কোটি ৮৫ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৩৯৩ কোটি ৮৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩৫৪টির, আর দর অপরিবর্তিত আছে ৩৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- এনআরবিসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ, বেক্সিমকো লিমিটেড, লাফার্জ হোলসিম বিডি, বিএটিবিসি, সোনালী পেপার এন্ড বোর্ড ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৮৬.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৫২১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৯৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ২০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৯৮ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৫৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ফার্মা ও সাউথ বাংলা ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *