ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২২৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ২১০৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৮৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ২৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৪টির আর দর অপরিবর্তিত আছে ১৫১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সিএনএ টেক্সটাইল, ফু-ওয়াং সিরামিকস, ইয়াকিন পলিমার, এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল ফার্মা, সী পার্লস রিসোর্ট এন্ড স্পা, খুলনা পেপার এন্ড প্যাকেজিং, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, প্যাসিফিক ডেনিমস ও অলিম্পিক এক্সসরিজ।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৫.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৪৭৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯টির, কমেছে ৬৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ২৭ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৭ কোটি ৭৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সেন্ট্রাল ফার্মা ও সিএনএ টেক্সটাইল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *