ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৫.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৯৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১২.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৭০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭৭ কোটি ৬৬ লাখ টাকা।গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৭৬ কোটি ৫৬ লাথ টাকা।

ডিএসইতে দিনভর ৩০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৬টির আর অপরিবর্তিত আছে ৪৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মেঘনা পেট্রোলিয়াম, বিএসসি, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, মবিল যমুনা, ফারইষ্ট নিটিং, জিপি, বেক্স ফার্মা, লংকা বাংলা ফাইন্যান্স ও ওরিয়ন ফার্মা।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৮০৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১০৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ২১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৬২ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৭৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লংকা বাংলা ফাইন্যান্স ও ফাইন ফুডস।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *