ডিএসইতে লেনদেন ১১৭৬ কোটি ৯৪ লাখ টাকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের বড় উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২১.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৭৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৮৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৫৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১১৭৬ কোটি ৯৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১০৪২ কোটি ২২ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২০৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৫টির আর অপরিবর্তিত আছে ৪০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ফরচুন সুজ, বিএসসি, ওরিয়ন ইউফিউশন, দেশবন্ধু পলিমার, ব্র্যাক ব্যাংক, বিডি থাই এলুমিনিয়াম, রূপালী ব্যাংক, স্কয়ার ফার্মা, কর্নফুলি ইন্স্যুরেন্স ও ফুয়াং ফুডস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭৬.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ১৫৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৫০টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৭০ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ২১ কোটি ৮১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা ও ইউনিয়ন ব্যাংক পিএলসি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *