ইতিবাচক ধারা বজায় রেখে আজও শেয়ারবাজারে শেষ হলো দিনের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন ৮১১ কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ঢাকার শেয়ারবাজারে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ৬০.৫২ পয়েন্ট বেড়ে ৪৮৬২.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন রবিবার ডিএসইতে ৯.৭১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০২ পয়েন্টে দাঁড়ায়।
ডিএসইতে আজ ৩১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০১ টির দাম বেড়েছে। কমেছে ৮২ টির, আর অপরিবর্তিত ছিল ৩৬ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮১১ কোটি ৭১ লাখ টাকা। গতকাল রবিবার দিন এই স্টক এক্সচেঞ্জে ৮০৬ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছিল।
স্টকমার্কেটবিডি.কম/এম/বি