দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সেখানে প্রধান সূচকের এক পয়েন্ট পতন হয়েছে আর ৪৫৬ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের তুতীয় কার্যদিবস ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫৬ কোটি ৫৪ লাখ টাকা। গতকাল সোমবার এই স্টক এক্সচেঞ্জে ৩৯৯ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ১.০৬ পয়েন্ট কমে ৪৭৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল সোমবার ডিএসইতে এই সূচক ৩৭.৭১ পয়েন্ট কমে ৪৭৯৩ পয়েন্টে পয়েন্টে দাঁড়ায়।
ডিএসইতে এদিন ৩১৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৩ টির দাম বেড়েছে। এছাড়া কমেছে ১৩৬ টির, আর অপরিবর্তিত ছিল ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, এপেক্স টেনারী, ইউনাইটেড পাওয়ার, আরএসআরএম স্টিল, ইসলামী ব্যাংক, সিএনএ টেক্সটাইল, ইবনে সিনা, বিএসআরএম লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/বি