ডিএসইতে সূচকের সাথে বেড়েছে লেনদেন

index upনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসেও মূল্য সূচক বৃদ্ধি পেয়েছে। দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমাণও আগের দিনের চেয়ে বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ বৃহস্পতিবার দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ২৩.১৮ পয়েন্ট বেড়ে ৪৮৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল বুধবার ডিএসইতে এই সূচক ৭.৭০ পয়েন্ট বেড়ে ৪৮১৬ পয়েন্টে পয়েন্টে দাঁড়ায়।

দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯৬ কোটি ৬৯ লাখ টাকা। গতকাল বুধবার এই স্টক এক্সচেঞ্জে ৫৫০ কোটি ১৯ লাখ লাখ টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে ৩১৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৬ টির দাম বেড়েছে। এছাড়া কমেছে ১১৬ টির, আর অপরিবর্তিত ছিল ৪৬ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, শাহজিবাজার পাওয়ার, বাংলাদেশ বিল্ডার্স, ইসলামী ব্যাংক, সিএনএ টেক্সটাইল, আরএসআরএম স্টীল, সাইফ পাওয়ার, ইউনাইটেড পাওয়ার ও এপেক্স টেনারী।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *