দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকসহ সবগুলো সূচক বৃদ্ধি পেয়েছে। এদিন মোট লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
বুধবার ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৩১ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার এই স্টক এক্সচেঞ্জে ৪৫৬ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, দিনশেষে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ১২.৭২ পয়েন্ট বেড়ে ৪৮০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল মঙ্লবার ডিএসইতে এই সূচক ১.০৬ পয়েন্ট কমে ৪৭৯২ পয়েন্টে পয়েন্টে দাঁড়ায়।
ডিএসইতে এদিন ৩১৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬০ টির দাম বেড়েছে। এছাড়া কমেছে ১০৬ টির, আর অপরিবর্তিত ছিল ৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, শাহজিবাজার পাওয়ার, আলহাজ্ব টেক্সটাইল, ইফাদ অটোস, এপেক্স টেনারী, ফার কেমিক্যাল, ইউনাইটেড পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট ও ন্যাশনাল ফিড মিল লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/বি