দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণের দাঁড়িয়েছে ৩৫৯ কোটি টাকা। এদিন সেখানে সূচক কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭১.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪১৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৩.৫৪ পয়েন্ট কমে অবস্থান করে ২২৮১ পয়েন্টে।
এদিন লেনদেন হয়েছে ৩৫৯ কোটি ২৮ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৪১২ কোটি ৯০ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩৮টির। আর দর অপরিবর্তিত আছে ৩০ টির।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, শাহজিবাজার পাওয়ার, গ্রামীন ফোন, প্যারামাউন্ট টেক্সটাইল, ইসলামী ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, বিবিএস ক্যাবলস, বিডি ফাইন্যান্স ও মুন্নু সিরামিকস লিমিটেড।
এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৫৭১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১১৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।
এদিন টাকায় লেনদেন হয়েছে ২৭ কোটি ২০ লাখ টাকা। গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৬ কোটি ২৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কম হয়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইফাদ অটোস ও বিবিএস ক্যাবলস লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এমএ