সাপ্তাহিক ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ০.০৪ পয়েন্ট বা ০.২৫ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৬.২৬ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৬.৩০ পয়েন্ট।
ডিএসই’র খাতভিত্তিক পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ১১.৩৮ পয়েন্টে, আর্থিক খাতের ২২.৪০ পয়েন্ট, প্রকৌশল খাতের ১৯.৩৩ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৩.৪৬ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৩.৫৪ পয়েন্ট, পাট খাতের ৯৯.৮৩ পয়েন্ট, বস্ত্র খাতের ১৮.৪১ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২০.১৪ পয়েন্ট, পেপার ও প্রিন্টিং খাতের মাইনাস ৭৬.৪৬ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতের ২৬.৮৫ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ১৩.৪৮ পয়েন্ট, সিমেন্ট খাতের ৩৯.৯৪ পয়েন্ট, আইটি খাতের ৩১.০৩ পয়েন্ট, চামড়া খাতের ১৮.৩৬ পয়েন্ট, সিরামিক খাতের ২৩.৯৫ পয়েন্ট, বীমা খাতের ১৭.৮৪ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতের ২০.১৯ পয়েন্ট এবং বিবিধ খাতের ২৬.৮৩ পয়েন্টে অবস্থান করছে।
স্টকমার্কেটবিডি.কম/এমএ