স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিঃ এর ৬১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত ডিএসই টাওয়ার নিকুজ্ঞে মাল্টিপারপাস হলে এই এজিএমটি অনুষ্ঠিত হয়৷
ডিএসই’র মহাব্যস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস-এর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ডিএসই’র চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান৷ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভার শুরুতেই ডিএসই’র সাবেক প্রেসিডেন্ট মোঃ রকিবুর রহমান ও পরিচালক হাবিবুল্লাহ বাহারসহ ডিএসই’র শেয়ারহোল্ডার কোম্পানির প্রতিনিধি, কোম্পানির চেয়ারম্যান, সাবেক পরিচালক এবং শেয়ারহোল্ডার/ট্রেকহোল্ডার প্রতিনিধিবৃন্দের আপনজন যাঁরা ইন্তেকাল করেছেন তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
ডিএসই’র ৬১তম বার্ষিক সাধারণ সভায় ডিএসই’র চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন৷ স্বাগত বক্তব্যে তিনি বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট এবং আর্থ-সামাজিক বিরূপ অবস্থার মধ্যে সকলের মানসিক ও শারীরিক সুস্থতা কামনা করে স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন৷ একই সাথে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কাল রাত্রিতে পাষাণ ঘাতকের গুলিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের প্রাণ হারানো সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করেন৷
তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারের অভ্যন্তরে শহীদ চার জাতীয় নেতাকে এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ত্রিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো অসংখ্য মা-বোনদের প্রতি যাদের আত্মদানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।
তিনি আরও স্মরন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে সংশ্লিষ্ট সকল সাবেক প্রেসিডেন্ট/চেয়ারম্যান ও পরিচালকবৃন্দকে যাদের অবদানে ডিএসই আজ এই পর্যায়ে এসেছে। তিনি শ্রদ্ধার সাথে স্মরন করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট ও সম্মানিত পরিচালক মরহুম মোঃ রকিবুর রহমানকে, শেয়ারবাজার উন্নয়নে যার অবদান অনস্বীকার্য। স্মরন করেন মরহুম হাবিবুল্লাহ বাহারকে, যিনি শেয়ারবাজার উন্নয়নে বর্তমান পরিচালনা পর্ষদের সাথে কাজ করেছেন। এছাড়াও স্মরন করেন শেয়ারহোল্ডার প্রতিনিধি, ডিএসই’র সাবেক কাউন্সিলরসহ শেয়ারহোল্ডারদের আপনজন যারা মৃত্যুবরণ করেন এবং তাদের বিদেহি আত্বার মাগফেরাত কামনা করেন।
স্টকমার্কেটবিডি/////