স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
আফ্রিকার শীর্ষ উড়োজাহাজ সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনস আজ রোববার সকাল থেকে ঢাকা–আদ্দিস আবাবা রুটে সরাসরি যাত্রী পরিবহন শুরু করেছে। এখন থেকে এয়ারলাইনটি ঢাকায় সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে। এ ফ্লাইটে বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা এবং এর বাইরেও সব মূল শহরসহ বিশ্বব্যাপী ১৫৫ টিরও বেশি গন্তব্যে যাতায়াতের সুযোগ রয়েছে।
আজ সকাল ৮টা ৩০ মিনিটে এয়ারলাইনটির বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ফ্লাইট ইথিওপিয়া থেকে ঢাকা আসে। ফ্লাইটটিকে জল কামান স্যালুটে স্বাগত জানায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। সকাল ৯টা ৪০ মিনিটে সেটি আদ্দিস আবাবার উদ্দেশে যাত্রা করে।
এই রুটে নিয়মিত উড়োজাহাজগুলো রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাবে। এ ছাড়া অতিরিক্ত ফ্লাইট প্রতি সোমবার এবং শুক্রবার সকালে ঢাকা ছাড়বে।
আজ বিমানবন্দরে ফ্লাইটটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এবং সংবাদ সম্মেলনে ফ্লাইটটির বিষয়ে যাবতীয় তথ্য জানানো হয়।
স্টকমার্কেটবিডি.কম/////