শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বেলা ১১টায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই সভাটি অনুষ্ঠিত হবে।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ব্যাংকটির পরিচালনা পর্ষদ ৬ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে সমাপ্ত হিসাব বছরে ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ২ টাকা ৪২ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২১ টাকা ৮৯ পয়সা।
২০১৪ হিসাব বছরে ঢাকা ব্যাংক ১৪ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়। বোনাস শেয়ার সমন্বয়ের পর ওই বছর ইপিএস দাঁড়ায় ৩ টাকা ৩৬ পয়সা।
এদিকে চলতি হিসাব বছরের প্রথম (জানুয়ারি-মার্চ) প্রান্তিকে ঢাকা ব্যাংকের ইপিএস দাঁড়ায় ৪৭ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৪২ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/এম/এ