তরুণ ও দক্ষ একদল প্রকৌশলী নিয়ে এগিয়ে চলছে বিবিএস ক্যাবলস

bbsনিজস্ব প্রতিবেদক :

সদ্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন পাওয়া বিবিএস ক্যাবলস লিমিটেডের মালিকানায় রয়েছে দেশের খ্যাতনামা একদল তরুণ ও দক্ষ প্রকৌশলী। স্ব স্ব ক্ষেত্রে সর্বোচ্চ ডিগ্রী অর্জনকারী এসব প্রকৌশলী সুদৃঢ় প্রসারী এক ব্যবসায়ী পরিকল্পনা নিয়ে বিবিএসকে সফল ভাবে এগিয়ে নিচ্ছেন। এদের সফলতার জন্য সরকারের পক্ষ থেকে আসছে বিভিন্ন ধরণের সহযোগিতাও। ইতোমধ্যে নিজেদের একটি কোম্পানিকে শেয়ারবাজারের তালিকাভুক্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি বিবিএস ক্যাবলস লিমিটেডকে আইপিও র মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার অনুমোদনও দিয়েছে বিএসইসি।

বিবিএস ক্যাবলস লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদরুল হাসান। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক হিসাবে রয়েছেন ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। এছাড়া দুই পরিচালক রয়েছেন ইঞ্জিনিয়ার হাসান মোর্শেদ চৌধুরী ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল মজিদ। এরা সবাই ছাত্রজীবনে দেশ বিদেশের নামকরা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় থেকে ডেগ্রী লাভ করেছেন। পরবর্তীতে নিজেদের মেধা মননশীলতাকে কাজে লাগিয়েছেন বিবিএস কোম্পানির পিছনে। এদির সংক্ষিপ্ত ব্যবসায়িক জীবনী তুলে ধরা হলো ….

ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদরুল হাসান :

বিবিএস ক্যাবলস লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ বদরুল হাসান ভারতের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়া ইন্সিটিটিউট অব টেকনোলজি (আইআইটি) হতে সিভিলে গ্রাডুয়েশন শেষ করেন। এরপর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) হতে পড়ালেখার সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন। ১৯৯৮ সালে ডিজাইন ইঞ্জিনিয়ার হিসাবে একটি প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করার পর ২০০১ সালে এটি শ্রীলংকান কোম্পানিতে সেলস ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন করেন। এর ২ বছর পর ২০০৩ সালে সৌদি আরবভিত্তিক কোম্পানি জামিল স্টিলসের চাকুরী শুরু করেন। সেখানে কিছুদিন চাকুরী করে তা ছেড়ে দেন। এরপর মনোনিবেশ করেন নিজ ব্যবসায়। তিনি ছিলেন শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেডের একজন প্রতিষ্ঠাতা উদ্দোক্তা।

পেশাগত প্রয়োজনে তিনি ভারত, শ্রীলংকা, চীন, থাইল্যান্ড, মালেশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও কানাডাসহ বিভিন্ন দেশে ভ্রমন করেন। বিবিএস ক্যাবলস লিমিটেডের চেয়ারম্যান ছাড়াও তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড, বিবিএস মেটালাজিক ইন্ডাস্ট্রিজ, হ্যালিক্স ওয়ার এন্ড ক্যাবল ইন্ডাস্ট্রিজ, জিয়ামেন রিফ্লেক্টিভ ইন্সালেসন লিমিটেড, বিবিএস ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং বিবিএস ইনফাট্রাক্চার লিমেটেডের পরিচালকের দায়িত্ব পালন করছেন তিনি।

ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার :

বিবিএস ক্যাবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) হতে পড়ালেখা শেষ করে কর্ম জীবন শুরু করেন দেশের এটি নামকরা টেক্সটাইলে। ১৯৯৭ সালে তিনি সেখানে প্রজেক্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) হিসাবে ছিলেন।

নিজের ব্যবসায়িক স্বপ্ন নিয়ে বিভোর খাকতেন এই মানুষটি। তবে বেশিদিন অপেক্ষা করতে হয়নি। চাকরি জীবনের সমাপ্ত ঘটিয়ে ২০০৩ সালে আরো কয়েকজন সমমনা উদ্দ্যোক্তা মিলে গড়ে তোলেন বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড। এরপর বিবিএস ক্যাবলস লিমিটেডকে আজকের স্থানে নিয়ে এসেছেন নিজের দৃঢ়তা ও নেতৃত্বের গুনাবলীতে।

আবু নোমান হাওলাদার বিবিএস ক্যাবলস লিমিটেডের এমডি ছাড়াও তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড, বিবিএস মেটালাজিক ইন্ডাস্ট্রিজ, হ্যালিক্স ওয়ার এন্ড ক্যাবল ইন্ডাস্ট্রিজ, নাহী এলুমিনিয়াম কম্পােজিট প্যানেল লিমিটেড, জিয়ামেন রিফ্লেক্টিভ ইন্সালুসন লিমিটেড, বিবিএস ডিস্ট্রিবিউশন লিমিটেড, বিবিএস ইনফাট্রাক্চার লিমেটেড ও বিবিএস ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকের দায়িত্ব পালন করছেন।

ইঞ্জিনিয়ার হাসান মোর্শেদ চৌধুরী :

বিবিএস ক্যাবলস লিমিটেডের একজন পরিচালক ইঞ্জিনিয়ার হাসান মোর্শেদ চৌধুরীও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) থেকে সিভিল বিভাগে পড়ালেখা শেষ করেন। পড়ালেখা শেষ করে তিনি আমেরিকাভিত্তিক একটি মাল্টি বিল্ড কোম্পানিতে চাকুরী শুরু করেন। তিনি পেশাগত কাজের পাশাপাশি বিল্ডিং ব্যবস্থাপনার উপর দেশ-বিদেশে বিভিন্ন ধরণের কর্মশালায় অংশগ্রহণ করে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন।

তিনিও এক সময় সৌদিআরবভিত্তিক কোম্পানি জামিল স্টিলসের চাকুরী করেন। ২০০৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেডের একজন প্রতিষ্ঠাতা উদ্দ্যোক্তা ছিলেন তিনি।

বিবিএস ক্যাবলস লিমিটেড ছাড়াও বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড, বিবিএস মেটালাজিক ইন্ডাস্ট্রিজ, হ্যালিক্স ওয়ার এন্ড ক্যাবল ইন্ডাস্ট্রিজ, জিয়ামেন রিফ্লেক্টিভ ইন্সালেসন লিমিটেড, বিবিএস ডিস্ট্রিবিউশন লিমিটেড এবং বিবিএস ডেভেলপার্স লিমিটেডের পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন তিনি।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল মজিদ :

কোম্পানিটির আরেক পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল মাঝি ১৯৯৬ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়াস বিভাগে পড়ালেখা শেষ করেন। ছাত্র জীবনে তিনি ভালো সম্বন্বয়কারী হিসাবে থ্যাত ও পুরূস্কার লাভ করেন। পড়ালেখা শেষ করেই তিনি যমুনা সেতু প্রকল্পে চাকুরী পান।

যমুনা সেতু প্রকল্পে ভালো দায়িত্ব পালনের জন্য তিনি পুরূষ্কুতও হন। সেখানে তিনি সেফটি ইঞ্জিনিয়ার্স হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট অব বাংলাদেশ (ইআইবি)র একজন ফেলো মেম্বার।

২০০৩ সালে প্রতিষ্ঠিত তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেডের একজন প্রতিষ্ঠাতা উদ্দ্যোক্তা ছিলেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *