৯টি কোম্পানির ১৬ হাজার ২৬৮ কোটি ৯৪ লাখ ১২ হাজার ৯৫৩ টাকার ভ্যাট বকেয়া আদায়ের জন্য আইনি পরামর্শ চেয়ে অর্থ ও আইন মন্ত্রণালয়ে সম্প্রতি চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ তালিকায় রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি।
অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠির সঙ্গে যুক্ত সারসংক্ষেপে ৯ প্রতিষ্ঠানের নাম ও বকেয়ার পরিমাণ উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, বারবার তাগাদার পরও এসব প্রতিষ্ঠান ভ্যাট পরিশোধ করছে না। প্রতি মাসেই নিয়মিত ভ্যাট যুক্ত হয়ে বকেয়ার পরিমাণ বাড়ছে।
চিঠিতে বলা হয়েছে, ৯ প্রতিষ্ঠানের কাছে বকেয়ার পরিমাণ ১৬ হাজার ২৬৮ কোটি ৯৪ লাখ ১২ হাজার ৯৫৩ টাকা। সাধারণ মানুষের কাছ থেকে এনবিআরের তহবিলে জমা দেওয়ার জন্যই এ টাকা আদায় করা হয়েছে।
সূত্র মতে, তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেডের কাছে ৩৫ লাখ ৮৭ হাজার ৩২০ টাকা ও তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানির কাছে ১২ হাজার ৯৬১ কোটি ৫৭ লাখ ৭০ হাজার ২৪৯ টাকা কর আদায় বকেয়া রয়েছে।
এছাড়া তাবানী বেভারেজ লিমিটেডের কাছে ৩৪ লাখ ৮ হাজার ১২৫ টাকা, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানির কাছে ৮৬৪ কোটি ১৪ লাখ ৯৯ হাজার ৩৩ টাকা, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কম্পানির কাছে এক হাজার ৬২৭ কোটি ৮৯ লাখ ২৮ হাজার ৯৭৬ টাকা, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানির কাছে ৪৮৫ কোটি ৪৬ লাখ ২৪ হাজার ১২৪ টাকা, সাধারণ বীমা করপোরেশনের কাছে ৫৮ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৪৭৪ টাকা, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে ২৬৯ কোটি ১৭ লাখ ৩৮ হাজার টাকা ও প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের কাছে এক কোটি ৩০ লাখ ৩৩ হাজার ৬৫২ টাকার ভ্যাট বকেয়া রয়েছে বলে চিঠিতে বলা হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এমএ