তালিকাভুক্ত ব্যাংকগুলোর লভ্যাংশ বিতরণের শর্ত শিথিল

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে ব্যাংকের লভ্যাংশ বিতরণের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যক্তি শ্রেণির স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের এখনই লভ্যাংশ বিতরণ করা যাবে।

তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উদ্যোক্তা শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে হবে ৩০ সেপ্টেম্বরের পর।

গত ১১ মে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় বলেছিল, শেয়ারবাজারে তালিকাভূক্ত ব্যাংকগুলো ২০১৯ সালের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ আগামী ৩০ সেপ্টেম্বরের আগে বিতরণ করতে পারবে না।

কেন্দ্রীয় ব্যাংকের বলছে , “শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের অধিকতর স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, শুধু ব্যক্তি শ্রেণির (স্থানীয় ও বিদেশি) বিনিয়োগকারীদের অনুকূলে বাংলাদেশ ব্যাংকের উপর্যুক্ত সার্কুলার এবং প্রচলিত অন্যান্য আইনের এ সংক্রান্ত বিধি-বিধান পরিপালন সাপেক্ষে ২০১৯ সালের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখের পূর্বে বিতরণ করা যাবে।”

করোনাভাইরাস সঙ্কটের কারণে ব্যাংকের আর্থিক সক্ষমতা বাড়াতে ২০১৯ সালের লভ্যাংশ ৩০ সেপ্টেম্বরের আগে লভ্যাংশ বিতরণে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।

সেখানে ব্যাংকগুলোর মূলধন ভিত্তি বিবেচনায় লভ্যাংশ বিতরণের সীমাও ঠিক করে দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায় , গত ১ জুন শেয়ারবাজর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান শিবলী রুবাইয়াতুল ইসলাম গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠকে সাধারণ বিনিয়োগকারীদের লভ্যাংশ বিতরণের শর্ত শিথিলের অনুরোধ জানিয়েছিলেন।

বিএসইসির সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/কেএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *