শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্পন্সর তিন দিনে ৯৬ লাখ ৬০ হাজার শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
এক্সেল ডায়িং এন্ড প্রিন্ট্রিং লিমিটেড নামে কোম্পানিটির এই স্পন্সর পরিচালকের হাতে থাকা ৬ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৯১৪টি শেয়ারের মধ্যে ৯৬ লাখ ৬০ হাজার শেয়ার বিক্রয় করলেন।
এই স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক/ব্লক মার্কেটে বিক্রয় করা হয়েছে।
ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছিল। তবে ঘোষণার তিন দিনের মধ্যে এসব শেয়ার বিক্রি শেষ হয়।
গত ২৭ মে এ শেয়ার বিক্রয়ের ঘোষণা দেয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া